সকল মেনু

একজন বক্সিং ম্যানেজার কি করেন? বক্সারের সাথে তার সম্পর্ক কি

আপনি কি বক্সার? বক্সারগন খেলেন? তাহলে আপনার সে সম্পর্কে কিছু ধারণা থাকা উচিৎ ৷ 
জানা উচিৎ একজন বক্সিং ম্যানেজার কি করেন? বক্সারের সাথে তার সম্পর্কটাই বা কি? আসুন জেনে নেয়া যাক ৷

একজন বক্সিং ম্যানেজার তার সাথে কন্ট্রাক্টে থাকা পেশাদার বক্সারের ক্যারিয়ারের অনেকগুলো বিষয় তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন ৷ অনেক ক্ষেত্রে হয়ত একজন বক্সার নিজেকেই নিজের বক্সিং ক্যারিয়ার পরিচালনা করার জন্য বেছে নিতে পারেন, তবে বেশির ভাগ ক্ষেত্রেই একটি প্রফেশনাল বক্সিং ক্যারিয়ার পরিচালনার ক্ষেত্রে এতো বেশি কাজ থাকে যা একা সম্পাদন করা তার জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়াবে।

সাধারণত একজন পেশাদার বক্সারের ক্যারিয়ারকে সফল করে তোলার জন্য অনেক গুলো ব্যবসায়িক দিক রয়েছে যা খুব ভালো ভাবে ব্যাবস্থাপনা করা জরুরী, যেমন প্রতিপক্ষের সাথে ম্যাচ সেট আপ করা, পেমেন্ট নিয়ে আলোচনা করা এবং ম্যাচ থেকে উচ্চ রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) নিশ্চিত করতে মার্কেটিং বা প্রচারনার মাধ্যমে বক্সারের দর্শক চাহিদা এবং পরিচিতি বৃদ্ধি করা ইত্যাদি।

একজন বক্সিং ম্যানেজার সাধারণত পেশাদার বক্সারের আয় থেকে চুক্তি অনুযায়ী অংশ পেয়ে থাকেন এবং তাই বক্সিং ম্যানেজার নিজের ব্যাবসায়িক স্বার্থের প্রয়োজনেই একজন বক্সারের ক্যারিয়ার কে যতটা সম্ভব আর্থিকভাবে লাভজনক করে তুলতে সচেষ্ট থাকেন। বক্সিং ম্যানেজাররা শুধুমাত্র বক্সারের ভাল প্রশিক্ষন নিশ্চিত করে না, বরঞ্চ বক্সারের মার্কেটিং এবং আর্থিক দিকগুলো পরিচালনা করে৷ বক্সারের প্রশিক্ষণ তত্ত্বাবধান করা একজন ম্যানেজারের প্রধান দায়িত্ব। বক্সারকে কোন ধরনের ম্যাচের সাথে জড়িত করা হচ্ছে তার উপর নির্ভর করে ম্যানেজারকে এটা নিশ্চিত করতে হবে যে বক্সার এই ম্যাচের জন্য সর্বচ্চ শারীরিক ফিটনেসে আছে কিনা।

প্রতিযোগিতার জন্য বক্সার সঠিকভাবে প্রস্তুত কিনা তা নিশ্চিত করার জন্য ম্যানেজারকে বক্সারের প্রতিপক্ষ নির্বাচনের ক্ষেত্রে ভালো ভাবে বিবেচনা করতে হয় এই ক্ষেত্রে একজন ম্যাচ মেকারের সাথে কাজ করতে পারেন।

একজন বক্সারের ক্যারিয়ারের শুরুতে, তার ম্যানেজার বেশি বেশি ফাইটে সহজে জেতার ব্যাপারে যতটুকু না মনযোগী হয়, তার চেয়ে বেশি বক্সিং কৌশল শেখার ব্যাপারে এবং একজন ভালো ও দক্ষ ফাইটার হিসাবে গড়ে উঠার ব্যাপারে আরও বেশি মনোযোগী হয়।

একজন বক্সিং ম্যানেজার তার বক্সারের দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা অর্জনের জন্য, অনেক অভিজ্ঞ বক্সারদের বিরুদ্ধে ফাইট করার জন্য তার বক্সারকে ম্যাচ সেট আপ করতে পারেন, এমনকি এর জন্য কিছু ফাইটে হারতে হলেও সমস্যা নেই। এই অভিজ্ঞতা তার বক্সারকে দীর্ঘ মেয়াদে বেশি ম্যাচ জিততে পারার সক্ষমতা তৈরি করে।

বক্সিং ম্যানেজাররা অনেক ক্ষেত্রে তাদের ফাইটারদের প্রশিক্ষণের তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন ৷ সবচেয়ে সফল বক্সারদের কে তাদের ম্যানেজারগণ ব্যাপকভাবে মার্কেটিং করেন, তাদের জন্য ব্যাপক ভাবে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

রেগুলার নতুন নতুন বক্সিং ম্যাচে আর্থিক চুক্তির মাধ্যমে অংশগ্রহণের অফার পাওয়ার জন্য, একজন বক্সারকে তার ম্যাচগুলিতে দর্শক ভিড় টানতে সাধারণত একজন প্রচারকের (প্রমটর) প্রয়োজন হয়।

যদি একজন ম্যানেজার একজন বক্সারকে মিডিয়ার মাধ্যমে বা এমনকি মুখের কথার মাধ্যমে সুপরিচিত করে তোলে এবং তার বক্সারের এমন একটি ফ্যান বেস তৈরি করতে পারে যারা ক্রমাগত তার বক্সারের ম্যাচ দেখার জন্য অর্থ খরচ করতে রাজি আছে, তাহলে প্রমটোর সেই বক্সারকে তার ইভেন্টে ফাইট করার জন্য অর্থ প্রদান করতে থাকবে।কেননা যত বেশি দর্শক থাকবে প্রমটর ততবেশি লাভবান হবে।

বক্সিং ম্যানেজাররা সাধারণত তাদের বক্সারের পক্ষে প্রমটোর দের সাথে ম্যাচের জন্য আর্থিক চুক্তি নিয়ে আলোচনা করে ৷ একবার একজন বক্সার তার দর্শক চাহিদা এবং ফ্যান বেস পেতে শুরু করলে এবং আরও বেশি ম্যাচের অফার পেতে শুরু করলে, তার ম্যানেজার প্রমটোরদের কাছ থেকে আর্থিক চুক্তির মূল্য বৃদ্ধির জন্য আরও বেশি দরদাম করতে পারেন।

একজন বক্সারের খ্যাতি এবং জনপ্রিয়তার উপর নির্ভর করে একজন ম্যানেজার একটি একক, হাই-প্রোফাইল ম্যাচের জন্য একটি সর্বচ্চ মূল্যের আর্থিক চুক্তি নিশ্চিত করতে এমনকি কয়েক সপ্তাহ বা মাস ব্যয় করতে পারেন।

যদি একজন বক্সিং ম্যানেজার ব্যবসা-বুদ্ধিসম্পন্ন হন, তাহলে তিনি প্রমটোরদেরকে সঠিক ভাবে ম্যানেজ করে এবং তার ক্লায়েন্টের (বক্সার) রেপুটেশনের কোন রকম ক্ষতি না করেই একটি লাভজনক আর্থিক চুক্তি সম্পন্ন করতে সক্ষম হতে পারবেন।

একজন বক্সারকে এই ব্যাপারে স্বস্তি অনুভব করতে হবে যে সে তার অর্থ এবং কর্মজীবনের ব্যাপারে তার ম্যানেজার কে বিশ্বাস করতে পারে ৷

একজন বক্সার যখন সফলতা লাভ করে ফেলেন, তার ম্যানেজারকে তখন, পরিস্থিতি অনুযায়ী যখন যে কাজ আসে সেই অনুযায়ী দায়িত্ব পালন করার জন্য অনিয়মিত সময়সূচী মেনে কাজ করতে হতে পারে ।

একজন ম্যানেজার স্বাভাবিক ভাবে প্রমোটোর এবং মিডিয়ার কাছে একজন বক্সারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বক্সারের আর্থিক বিষয়গুলিও পরিচালনা করেন, যেমন প্রোমোটারদের কাছ থেকে পেমেন্ট কালেক্ট করা থেকে শুরু করে বক্সিং টিম এর কর্মীদের বেতন বা অন্যান্য আনুসাঙ্গিক খরচ প্রদান করা, যেমন সহকারী স্টাফ বা অফিস স্পেস এর ভাড়া।

যেহেতু একজন বক্সারের ক্যারিয়ার বিষয়ক এবং তার আর্থিক বিষয়গুলি পরিচালনার জন্য অনেক বেশি দায়িত্ব থাকে, তাই বক্সারকে অনুভব করতে হবে যে সে তার অর্থ, ভাবমূর্তি এবং ক্যারিয়ার এর ব্যাপারে তার ম্যানেজারকে বিশ্বাস করতে পারে।

লেখক
ইউসুফ মোহাম্মদ
এজ বক্সিং বাংলাদেশ।
প্রফেশনাল বক্সিং ট্রেইনার,
ম্যানেজার, প্রমটোর এবং মেন্টর।
যোগাযোগঃ
ইমেইল ঃ edgeboxingbd@gmail.com

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top