এডি পিনব (সিলেট প্রতিনিধি) : সিলেটের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে মোটরসাইকেলর সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের (স্থানিয় ভাষায় টম টম অটো রিকশা) সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও গ্রামবাসী ইজিবাইকটি পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনাটি ১৭ নভেম্বর রবিবার রাত ১০টার দিকে সাচনা-বেহেলী সড়কের রাজাপুর নামক সেতুর পাশেই ঘটে। নিহতরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মৃত শুকুর মাহমুদের ছেলে আশিক নুর (৪০) এবং তার বন্ধু একই ইউনিয়নের বাঘানী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে নিহত দুইজন তারা বন্ধুবাজার থেকে বাড়ি ফেরার পথে রাজাপুর সেঁতুর পাশে অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,চালক আশিক নুর ঘটনাস্থলে মারা যান অন্যদিকল সুলেমানকে গুরুতর অবস্থায় জামালগঞ্জ সদর হাসপাতালে নেয়া পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কামাল হোসাইন আজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ বাদী হয়ে চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।