বাবা হারালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শুক্রবার (২৯ নভেম্বর) মারা যান সামান্থার বাবা জোসেফ প্রভু। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
আজ সন্ধ্যায় সামান্থা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “বাবা, যতক্ষণ না তোমার সঙ্গে পুনরায় দেখা হয়।” পাশাপাশি ভাঙা হৃদয়ের একটি ইমোজি দিয়েছেন এই অভিনেত্রী।
তেলেগু সিনেমার অভিনেতা তেজা সাজ্জা মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “আপনি আপনার বাবার সঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিতে শান্তি খুঁজে পেতে পারেন। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি প্রিয় সামান্থা রুথ প্রভু গুরু।”
ব্যক্তিগত জীবনে নিনেট প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোসেফ প্রভু। সামান্থার বাবা জোসেফ প্রভু তেলেগু অ্যাংলো-ইন্ডিয়ান। আর তার মা নিনেট সিরিয়ান মালায়ালি। এ দম্পতির কন্যা সামান্থা রুথ প্রভু। ১৯৮৭ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।