সকল মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

আবু আব্দুল্লাহ ( ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ) :  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়৷

শনিবার ৭ ডিসেম্বর পুলিশ উপজেলার দুর্গাপুর গ্রামে মেঘনা নদীর তীরে এক পরিত্যক্ত ইটের ভাটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় আটকৃতরা হলেন মোঃ মুসা মিয়া (৪৪) হুমায়ুন (৪৫) মোঃ হাশেম মিয়া (৪২) মুসা মিয়া ও হুমায়ুন দুর্গাপুর ও হাশেম মিয়া বাহাদুরপুর গ্রামের বাসিন্দা৷

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে উপজেলার দুর্গাপুর গ্রামের মেঘনা নদীর দক্ষিণ পাড়ে একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালায় পুলিশ এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় ৷ এ সময়ে আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি দুইটি রামদা তিনটি ছুরি একটি চাপাতি চাইনিজ কোরাল উদ্ধার করা হয় ৷

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল মিয়া জানান- আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এছাড়াও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top