সকল মেনু

ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সোহেলুর রহমান, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৫ (জানুয়ারি) বুধবার দুপুরে  আওয়ামী লীগের কার্যালয়ের স্বেচ্ছাসেবক লীগের পরিত্যক্ত অফিস থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এসময় নিহত যুবকের পাশে একটি মোবাইল ফোন, একটি ইনহেলার ও একটি খালি মদের বোতল পাওয়া যায়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তকরণের জন্য কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জে মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top