সকল মেনু

রোহানের উপর হামলার প্রতিবাদে আশুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

মিনহাজ  উদ্দিন আশুগঞ্জ প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাদিমুল ইসলাম রোহানের উপর অতর্কিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল  ২৬ শে জানুয়ারি রোজ রবিবার দুপুরে ফিরোজ মিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আশুগঞ্জ শাখার সংগঠক আবু সুফিয়ান আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক ও জাতীয় নাগরিক কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস, ছাত্রনেতা জান্নাত, আলী হায়দার, রবিন সহ আরো অনেকে। এ সময় বক্তারা নাদিমুল ইসলাম রুহানের উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতাই এনে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top