আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর চাল বাজারের ঘাটে তিতাস নদীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি মালবাহী ট্রলার তলিয়ে গেলে ঘটনাস্থলেই শাহআলম মিয়ার ছেলে রিয়াদ(৪) নামের এক শিশুর মারা যায়। নিহত বাচ্চাটির মা বিউটি বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। নিহত রিয়াদের বাড়ি বিদ্যাকুট ইউনিয়নের উর খুলিয়া গ্রামে। ঘটনার পর পরই নৌকার মাঝি আতিক মিয়া পালিয়ে যায়।
জানা যায়, উর খুলিয়া গ্রামের আতিক মাঝির নৌকা সদরের চাল বাজার থেকে উরখুলিয়া প্রতিদিন আসা যাওয়া করে থাকে। ঘটনার দিন দুপুরে ২০০ বস্তা সিমেন্টসহ অতিরিক্ত মালামাল নিয়ে নৌকা ছাড়ার আগ মুহূর্তে তলিয়ে যায়। ভিতরে থাকা মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক নাফিজা নিশা জানান, নৌকাডুবির পর দুজন আহতকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। আহত মাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় হাসপাতালে রেফার করা হয় ।
এসআই কাশেম জানান, রিয়াদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আশেপাশের লোকজনের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকাটি উদ্ধার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।