সকল মেনু

রাজশাহীতে গুঁড়িয়ে দেয়া হলো সাবেক মেয়র লিটনের বাড়ি

রাজশাহীতে এবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে একটি বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।

রাজশাহী নগরীতে খায়রুজ্জামান লিটনের তিনতলার বাড়িটি উপশহরে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িটি ভেঙে ফেলার পরে আজ সকাল থেকে মানুষজন বাড়িটি দেখতে এসেছেন। রাতেও বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে অনেক মানুষকেও ভিড় করতে দেখা গেছে। তবে সকাল থেকে অনেকে বাড়ির রড, ইট, টাইলস খুলে খুলে নিয়ে যাচ্ছে।

এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। শেখ হাসিনা সরকারের পতনের দিনই এ বাড়িতে হামলা করা হয়। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরের দিনও বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top