সকল মেনু

বন্ধ হচ্ছে না ‘মধুমিতা’

একের পর এক দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ দুই দফা বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

এ প্রসঙ্গে নওশাদ বলেন, “পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করেছি। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেই, আপাতত সিনেমা হল বন্ধ করা হবে না। আমরা যদি সিনেমা হল বন্ধ করি, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করব।’’

নওশাদ আরো জানান, কোটি টাকা খরচ করে সিনেমা হলটির আধুনিকায়ন করেছিলেন। তার আশা ছিল পৈতৃক ব্যবসা আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে।

১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা উদ্বোধন করা হয়। সিনেমার বাজার ভালো না থাকায় হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা শোনা যাচ্ছিল। ভাছিলেন। এমনকি ডেভেলপার কোম্পানির সঙ্গে আলাপও করেছিলেন এর কর্ণধার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top