সকল মেনু

কলমাকান্দায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নেত্রকোণা জেলা, কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ওমরগাও নতুন বাজার মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রংছাতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে কলমাকান্দা উপজেলা যুবদলের সদস্য সচিব মো: সুলায়মান হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শাহীন আলম শাকি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের, নেত্রকোণা জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জামান, মো: এরশাদ উদ্দিন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান খান হীরা, উপজেলা কৃষক দলের সভাপতি মো:শামসুল হক মেম্বার ,উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো: আব্দুল বারী চান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিহাদ খান মিতুল, উপজেলা কৃষক দলের সম্পাদক মো:ফরিদ মিয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:রাকিবুল ইসলাম রতন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো:সাইফুল ইসলাম, রংছাতি ইউনিয়ন কৃষক দলের সম্পাদক মো:আমজাদ হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আইয়ুব আহমেদ, সদস্য সচিব রুমেল পাঠান, বিএনপি নেতা মো:শাহীন মিয়া তালুকদার ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন বেগম জিয়া ও তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সমাবেশে ইউনিয়নের কৃষক দলের আটটি ওয়ার্ড কমিটির সদস্য ছাড়াও বিএনপির অংগ ও সহযোগী সংগঠন এর নেতা ও কর্মিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top