সকল মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ কেজি গাঁজা সহ গ্রাম পুলিশ গ্রেপ্তার

আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দায়িত্বরত গ্রাম পুলিশ হাকিম মিয়া(৩৮) কে ৭ কেজি গাজা সহ গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। সোমবার ১০ ফেব্রুয়ারি উপজেলার কইয়া পানিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক ফারুক হোসেন তাকে গ্রেফতার করে। অভিযুক্ত হাকিম মিয়া গোপীনাথপুর ইউনিয়নের কুইয়া পানিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

 

পুলিশ জানাই দীর্ঘদিন ধরে হাকিম গ্রাম পুলিশের বেশে মাদক বিক্রিতে জড়িত ও গ্রাম পুলিশ হওয়াতে তাকে কেউ সন্দেহ করতো না এই সুযোগে তিনি গাজার ব্যবসা করতেন। ইউনিয়নের সে ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে ছিল। কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন গ্রাম পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় হাকিম মি বসতঘর থেকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top