সকল মেনু

সিলেটে ঝেঁকে বসেছে ঠান্ডা,রোদের দেখা নেই

এডি পিনব (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি):

সিলেটে বৃষ্টির মতো ঘিরে রেখেছে কুয়াশা, রোদের দেখা নেই বললেই চলে পাশাপাশি ঠান্ডা বাতাসও যেন প্রখর হয়েছে। অদ্য ১১ তারিখ মঙ্গলবার ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল সিলেট শহর, বিকেল বেলাও একই পরিবেশ স্থবির থাকে।

 

আবহাওয়া অফিস বলছে, শীতকালীন মৌসুমে এমন কুয়াশা স্বাভাবিক হলেও এবারের কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। এতে করে সূর্যের আলো পুরোপুরি ভেদ করতে পারছে না ভালো করে। দেশের অন্য আর জায়গা থেকে সিলেট একটু বেশি বৃষ্টিপ্রবণ তাই তাপমাত্রা কম থাকলে বৃষ্টি মেঘের কাছাকাছি চলে আসে যার ফলে এমন পরিবেশ হয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন এর বয়ানে জানা যায় তাপমাত্রা কম থাকলে এবং আকাশে মেঘ থাকলে এমন হতে পারে। এটা বৃষ্টি বলা যায় না। সিলেটে আগামী কয়েকদিন তাপমাত্রা বেশি বৃদ্ধি বা কমার তেমন সম্ভাবনা নেই। তবে সিলেটের কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top