সকল মেনু

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে অসাবধানতাবশত সেচ কাজের জন্য বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের লতিফের ছেলে মো. আকরাম হোসেন (৪৫) ও একই গ্রামের শমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫৫)। এদের মধ্যে আকরাম কৃষক এবং হানিফ ‍উদ্দিন কৃষিশ্রমিক হিসেবে কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে কৃষক আকরাম হোসেন, হানিফ উদ্দিনকে সাথে নিয়ে সেচের লাইন সংযোগ দিতে যান। এসময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। সঙ্গে থাকা হানিফ উদ্দিন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছেন এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top