আল-আমীন,টাঙ্গাইল(সখীপুর প্রতিনিধি):
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের এক মাটি ব্যবসায়ী মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে। শনিবার (২২মার্চ)আনুমানিক বিকেল ৩টার দিকে উপজেলার ছোটচওনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়িক পার্টনার বন্ধু ফারুক জানান,ছোটচওনা এলাকায় হাজী বাড়ি পুকুরে মাটি কাটার সময় ট্রাক্টর উল্টে যায়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা শিরিরচালা এলাকার হাসেন মৌলভীর ছেলে মোজাম্মেল হক (৪৬) ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়।বন্ধু ফারুক জানায়,ছিটকে পড়ে সম্ভবত বুকে-পিঠে চাপা লাগে।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আন্দি এলাকায় পৌঁছানো পর্যন্ত কথা বলছিল। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।তিন সন্তানের জনক নিহত মোজাম্মেল হকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছে। এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।