আবু আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতীয় মদ গাজা চকলেট ও একটি মাইক্রোবাস সহ চারজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর নির্দেশে আশুগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব বিল্লাল হোসেনের নেতৃত্বে এস আই ইসহাক মিয়া ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ১০০ গজ পূর্ব পাশে একটি যাত্রীবাহী বাস তল্লাশি কালে চার বোতল ভারতীয় তৈরি রয়েল স্টেজ হুইস্কি, তিন বোতল এসি ব্ল্যাক হুইস্কি, দুই বোতল ম্যাক ডলারস হুইস্কি, এক বোতল আইকনিক হোয়াট হুইস্কি, এক বোতল রয়েল চ্যালেঞ্জ হুইস্কি সহ সর্বমোট ১১ বোতল হুইস্কি যার মোট ওজন ৭ দশমিক পাঁচ লিটার মদ সহ জহিরুল ইসলাম (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। জহরুল ইসলামের পিতার নাম জামাল উদ্দিন মাতার নাম জমিলা গ্রাম মালতী থানা কালাহাতি জেলা টাঙ্গাইল। একই সময় একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৫০ টি ছাই রঙের পুলিবেগে EyE CANDY চকলেট যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা ও একটি প্লাস্টিকের বয়ামে ৩০ পিচ EyE CANDy যার মূল্য ৫০০ টাকা । এ বিষয়ে আশুগঞ্জ থানায় মাদক ও চোরাচালান আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।