সকল মেনু

অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

শেষ মুহূর্তের গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে টেবিলের তিনে উঠে আসলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ২-১ ব্যবধানের জয় পেয়েছে সিটিজেনরা।

ইতিহাদে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো অ্যাস্টন ভিলা। তবে মার্কাস রাশফোর্ডের শট প্রতিহত হয়ে গোল পোস্টে। পাল্টা আক্রমণে ম্যাচের সপ্তম মিনিটে বার্নার্ডো সিলভার গোলে লিড নেয় ম্যানসিটি। অবশ্য ১৮ মিনিটে সফল স্পটকিক গোলে ভিলাকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড।

এরপর ম্যাচের ৮২ মিনিটে মার্মাউশের গোল অফসাইডে বাতিল হলে লিড নেয়া হয়নি সিটিজেনদের। তবে ম্যাচের যোগ করা সময়ে পর্তুগিজ মিডফিল্ডার নুনেসের গোলে জয় নিশ্চিত হয় ম্যানসিটির।

এই জয়ের মধ্য দিয়ে ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে আসলো পেপ গার্দিওয়ালা শিষ্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top