সকল মেনু

আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান ইমরান হাশমি

আত্মীয়তার দিক থেকে অনেক বলিউড তারকা বা তারকা পরিবার একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বলিউডের বর্তমান সময়ের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট এবং ইমরান হাশমিও দূর সম্পর্কের ভাই-বোন। তবে এতবছর ইন্ড্রাসি্ট্রতে থাকলেও এবং দু’জনেরই ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও কখনও একসাথে পর্দায় কাজ করেননি ইমরান-আলিয়া।

ভক্তরা প্রায়ই এই দুই ভাই-বোনকে একসঙ্গে কাজ করতে দেখার আশা অকপটে ব্যক্ত করেছে। এবার বোধহয় নেটিজেনদের ইচ্ছা পূরণের আভাস মিললো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না।

এসময় ইমরান একথাও বলেন, যদি সঠিক চিত্রনাট্য এবং একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতা পাওয়া যায়, তাহলে তিনি আলিয়ার সাথে কাজ করতে আগ্রহী।

ইমরান বোনের প্রশংসা করে বলেন, আলিয়া একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হয়ে উঠেছে।

আলিয়ার ছোট থেকে বেড়ে ওঠা এবং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রশংসা করেন ইমরান। একই সাথে আলিয়ার ক্যারিয়ার এবং নিজের ক্যারিয়ারে আলিয়ার বাবা মহেশ ভাটের ভূমিকার কথাও প্রকাশ করেন ইমরান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top