গত পাঁচদিনে ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৫৫ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। আজ শনিবার (৩ মে) আরও ৬টি ফ্লাইটে ২ হাজার ৫৩৬ জন মক্কায় যাবেন।
শনিবার (৩ মে) সকালে এক ব্রিফিংয়ে ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, এখনও ১৩ হাজার ৫৩৫ জন ভিসা পাননি। এছাড়া, বিভিন্ন কারণে আরও চারজনের হজ যাত্রা আটকে আছে। তবে সবাই ভিসা পাবেন। আটকে যাওয়ারা অতিরিক্ত ফি ছাড়াই মক্কা যেতে পারবেন। গত ২৪ ঘণ্টায় আটকে পড়া ১৪ জন ভিসা পেয়েছে।
তবে বিমানে টিকিট প্রাপ্তি ও হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে বেশকিছু অভিযোগ রয়েছে অনেকের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।