সকল মেনু

কলমাকান্দায় ট্রাকচাপায় শিশু নিহত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দা-নেত্রকোনা সড়কের হীরাকান্দা এলাকায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে হীরাকান্দা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগরের অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। সে মা–এর সঙ্গে নানাবাড়ি, কলমাকান্দার হীরাকান্দা গ্রামে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নজমূল হুদা জানান, চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকাবাসী জানান, কৃষকরা সড়কের ওপর ধান ও খড় শুকানোর কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top