সকল মেনু

মেসির গোল, হ্যাটট্রিক হার থেকে বের হয়ে জয়ের দেখা পেলো মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে বিদায়, মাঝে লিগেও এক ম্যাচে হার। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হারের বৃত্ত থেকে বের হলো ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হাভিয়ের মাশচেরানোর দল।

শনিবার (৪ মে) ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসকে আতিথ্য দেয় ইন্টার মায়ামি। মেসি ছাড়াও ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন পিকল্ট, মার্সেলো ওইনগাড ও সুয়ারেজ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ৯ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন পিকল্ট।

এরপর ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মার্সেলো ওইনগাড। ৩৯ মিনিটে নিজেই গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন সুয়ারেজ। এই গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচের গোলখরা কাটান সাবেক উরুগুয়েন তারকার।

বিরতির ঠিক আগে নিউইয়র্কের হয়ে একটি গোল শোধ করেন চুপো মটিং। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি।

বিরতির পরও দাপট ধরে রাখে স্বাগতিকরা। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে অতিথিরাও। তবে, ম্যাচের ৬৭তম মিনিটে গোল করে স্বাগতিকদের পক্ষে ব্যবধান আরও বাড়িয়ে নেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজরা।

উল্লেখ্য, লিগের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে ফ্লোরিডার ক্লাবটি। ১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফিলাডেলফিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top