আবারও নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। শুক্রবার (৯ এপ্রিল) সকালে কুপওয়ারা ও উরিতে পাল্টাপাল্টি গুলি চালিয়েছে দুই দেশের সেনারা।
তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
দিল্লির দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে আগে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনারা। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা।
এদিকে সীমান্তবর্তী এলাকাগুলো ভোর পর্যন্ত ব্ল্যাকআউট ছিল। এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে লাইন অব কন্ট্রোলে ব্যাপক গোলাবর্ষণ করে পাক বাহিনী। এতে প্রাণ যায় ১৬ ভারতীয়র।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।