সকল মেনু

ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে

ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আরব আমিরাতে সরিয়ে নেয়া হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের বাকি ম্যাচগুলো।

বৃহস্পতিবার (৮ মে) জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক বার্তায় পিসিবি জানিয়েছে, টুর্নামেন্টের বাকি আট ম্যাচের সূচি ও ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের পাশেই একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর ওই মাঠে অনুষ্ঠিতব্য করাচি ও পেশোয়ারের ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়া হয়। নিরাপত্তা ইস্যুতে রাতেই টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের আপত্তিতেই বাকি অংশ আরব আমিরাতে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়।

ম্যাচের টিকিটধারীদের রিফান্ডের নিশ্চয়তা দিয়েছে পিসিবি। যারা ভিআইপি গ্যালারি বা এনক্লোজার টিকিট কিনেছেন, তারা নির্ধারিত টিসিএস এক্সপ্রেস সেন্টার থেকে রিফান্ড সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনা ব্যক্তিদের অর্থ স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে ফেরত যাবে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে পাকিস্তান ছেড়ে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়ে গেছেন বিদেশি ক্রিকেটাররা। তবে ভেন্যু চূড়ান্ত করে টুর্নামেন্ট পুনরায় শুরু হতে কয়েক দিন সময় লেগে যাবে।

উল্লেখ্য, সূচি অনুযায়ী আগামী ১৮ মে পিএসএলের ফাইনাল হওয়ার কথা। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top