সকল মেনু

ভৈরবে বোন জামাইয়ের শাবলের আঘাতে প্রাণ হারালো শ্যালক

সোহেলুর রহমান, ভৈরব((কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের ভৈরবে মানিকদি গ্রামে বোন জামাইয়ের শাবলের আঘাতে প্রাণ হারালো শ্যালক রাকিব (১৪) নামের এক কিশোর। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি এলাকার শামসু মিয়ার ছেলে। এছাড়া গুরুতর আহত অবস্থায় নিহত রাকিবের বড় ভাই জিসান (১৮) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৯ মে)
রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানায়, ফারুক প্রায় সময় তার স্ত্রী নাবিলা ও সন্তানের মারধর করতো। প্রায় সময় তাদের পারিবারিক কলহ লেগে থাকতো। শুক্রবার দুপুরেও ফারুক তার স্ত্রীর সাথে ঝগড়া করলে তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। সম্পর্কে তারা আবার আপন ফুফাতো ভাই-বোন হয়। রাতে যখন ফারুক বাসায় আসে তখন নাবিলার দুই ভাই রাকিব ও জিসান তার বোনের বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি হয় । পরে তাদের মধ্য উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে বোন জামাই ফারুক মিয়া শাবল দিয়ে আঘাত করে শ্যালক রাকিবের মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরবর্তীতে আরেক শ্যালক জিসানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায়।

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা আবু তালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং তথ্য উপাত্ত সংগ্রহ করি। ঘটনার যে প্রধান আসামি ফারুক তাকে অভিযান চালিয়ে কুলিয়ারচর থেকে আটক করি। এছাড়া এই ঘটনায় অভিযুক্তের মা হোসনেয়ারা বেগম কে আটক করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top