সকল মেনু

পিএসএল ফিরছে ১৭ মে, পিছিয়ে গেলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

স্থগিত হওয়া পিএসএলের বাকি অংশ শুরু হচ্ছে ১৭ মে থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫মে।

মঙ্গলবার (১৩ মে) ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভী।

পাক-ভারত সংঘাতের মাঝে টুর্নামেন্টের ৮ ম্যাচ বাকি থাকতে হুট করেই স্থগিত করা হয় পিএসএল। দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর আবারও টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিলেন দেশটির ক্রিকেট বোর্ড প্রধান।

এদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫মে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। তবে পিএসএলের কারণে পিছিয়ে দেয়া হয়েছে সময়সূচি। কারণ, পিএসএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে।

২১ মে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। নতুন সূচি অনুযায়ী ২৭ মে থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top