জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে এমনটা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। পরবর্তীতে তিনি পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। এ বিষয়ে রাত ৮টায় আনুষ্ঠানিক ব্রিফিং করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের সাথে বৈঠকে বসে সংশ্লিষ্টরা। বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, বিশ্বিবদ্যালয়ের পরিচালনা বাজেট বৃদ্ধি, আবাসান সমস্যা নিরসনে অস্থায়ী হল নির্মাণ ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মানের কাজ অতিদ্রুত শেষ করার মতো সিদ্ধান্ত৷
এর আগে, দাবি আদায়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে কাকরাইল মোড়ে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনশনে বসেন।
সাবেক-বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে গণঅনশনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।