সকল মেনু

স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে কলমাকান্দায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় ‘বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতি।

সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার কলমাকান্দা সদরের প্রধান বাজারে এ কার্যক্রম শুরু হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সদ্য গঠিত কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতি আহ্বায়ক এম আলমগীর।
সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, চয়ন কান্তি নাগ ও ফয়সাল আহমেদ বাপ্পি, সদস্যসচিব মো. সেলিম রেজা এবং উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন ।

দিনব্যাপী অভিযানে বাজারের সড়ক, ড্রেন ও পাবলিক শেডে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
নেতারা বলেন, ‘স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে নিয়মিত এই কার্যক্রম চলমান থাকবে।’ ব্যবসায়ীরাও ভবিষ্যতে নিজের দোকানপাট পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top