সকল মেনু

সাবেক এম‌পি লায়লা পারভীন‌ সেজু‌তিঁ সাতক্ষীরায় গ্রেফতার

সং‌র‌ক্ষিত নারী আস‌নের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজু‌তিকে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

সোমবার (১৯ মে) রাত আড়াইটার দি‌কে শহ‌রের নিজ বা‌ড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা শা‌মিনুল হক জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top