সকল মেনু

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার (২০)মে) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নমানল ইউনিয়নের বট কাজল গ্রামের শাহাবুদ্দিন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ভৈরব থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্টিলের পাত ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে ব্রিজের এক পাশে নামেন চালক সজিব। পরে কয়েকজন ছিন্তাইকারী ট্রাক চালক সজীব মিয়াকে ঘিরে ধরে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিতে চেষ্ট করে। সে দিতে না চাইলে তাকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় ট্রাকে তার সাথে হেল্পার হিসেবে তার ছোট ভাই ছিলো। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ আহত চালক সজিব মিয়াকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথের মধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন,আমরা রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সজিব মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নয়ত চিকিৎসার জন্য সজিব মিয়াকে ঢাকা মেডিকেলে পাঠালে পথের মধ্যে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ইতিমধ্যে তৎপরতা চালাচ্ছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top