পিঠের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওপেনার সৌম্য সরকার। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রায় সপ্তাহখানেক ধরে পিঠের ডানে নিচের দিকের ব্যথায় ভুগছেন সৌম্য। এই চোট থেকে সেরে উঠতে সৌম্যর ১০ থেকে ১২ দিন লাগবে বলে জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
এতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, শারীরিক পরীক্ষার পর জানা গেছে যে তার চোটের জন্য প্রায় ১০ থেকে ১২ দিনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এর ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না।
এই মুহূর্তে মিরাজ অবশ্য পাকিস্তানেই অবস্থান করছেন। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। এর আগে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য মিরাজকে বিবেচনা করা হয়নি।
উল্লেখ্য, ২৮ মে প্রথম টি-টোয়েন্টির পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই শুরু হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।