বাংলাদেশের সমকালীন ফ্যাশন ফটোগ্রাফির অন্যতম আলোচিত নাম আরিয়ান আহমেদ। ফ্যাশন ফটোগ্রাফিতে নতুন মাত্রা সংযোজনকারী এই প্রতিভাবান চিত্রগ্রাহক এবার ‘লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা ফ্যাশন ফটোগ্রাফার ক্যাটাগরিতে সম্মাননায় ভূষিত হয়েছেন।
গত শুক্রবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটরিয়ামে আয়োজিত হয় এই অনুষ্ঠান। আয়োজনটি করেছে লাবণ্য মাল্টিমিডিয়া, যার কর্ণধার হেদায়েতুল্লা তুর্কি।
বর্তমানে আরিয়ান আহমেদ ‘ছায়ারণ্য ফটোগ্রাফি’-এর প্রধান ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২১ ও ২০২২ সালে ‘এস আর মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড’-এ সেরা ফটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে আরিয়ান আহমেদ বলেন, কাজ সবসময়ই আনন্দের, তবে কাজের স্বীকৃতি পেলে সেটি আরও বড় অনুপ্রেরণা হয়ে ওঠে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে অনেক পুরস্কার অনুষ্ঠান থাকলেও সেখানে ফটোগ্রাফির জন্য নির্দিষ্ট কোনো ক্যাটাগরি রাখা হয় না। যদি রাখা হতো, তাহলে দেশের হাজারো ফটোগ্রাফার আরও উৎসাহ পেতেন।
তিনি আরও বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অন্যান্য মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে ফটোগ্রাফিকে অন্তর্ভুক্ত করা উচিত। আমি চাই, ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও মানসম্পন্ন কাজ উপহার দিতে এবং এর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
শুধু ফটোগ্রাফিতেই নয়, আরিয়ান আহমেদ সফল উদ্যোক্তা ও দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবেও পরিচিত। তার ভাষায়, অনেকে ছবি তোলেন শুধু লাইক, কমেন্ট আর শেয়ারের আশায়। কিন্তু আজকের দিনে এই শখের ফটোগ্রাফিও অনলাইনে বিক্রি করে আয় করার সুযোগ তৈরি করে দিতে পারে।
লক্ষ্মীপুর জেলার সন্তান আরিয়ান আহমেদ ১৯৯৮ সালের ৩ মার্চ জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সৃজনশীলতা ও নতুনত্ব নিয়ে কাজ করার প্রতি ছিল তার গভীর আগ্রহ। বর্তমানে তিনি তিনটি প্রতিষ্ঠানের কর্ণধার-ফ্যাশন ফটোগ্রাফিভিত্তিক ‘ছায়ারণ্য’ ও ‘আরিয়ান’স ফ্রেম’ এবং ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘ইউনিক টেক বিডি’।
বাংলাদেশের ফ্যাশন ফটোগ্রাফিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়া এবং একটি নতুন দিগন্ত উন্মোচন করাই আরিয়ান আহমেদের মূল লক্ষ্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।