বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রবিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি ‘নন-প্রোলিফিরেশন ট্রিটি’ (এনপিটি) থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। এ লক্ষ্যে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে দেশটির পার্লামেন্ট।
সোমবার (১৬ জুন) এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।
ইসমাইল বাকাই বলেন, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে পার্লামেন্টে একটি প্রস্তাব প্রণয়নের প্রক্রিয়া চলছে। এ লক্ষ্যে সরকার ও পার্লামেন্ট একযোগে কাজ করছে।
উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে ১৯৬৮ সালে এনপিটি স্বাক্ষরিত হয়, যার মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ। পরে ১৯৭০ সালে ইরান এনপিটি স্বাক্ষর করে। এখন পর্যন্ত ১৯১টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
এই চুক্তি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, এবং ফ্রান্স ব্যতীত অন্য কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে জাতিসংঘের নজরদারিতে তারা পারমাণবিক উপায়ে শক্তি উৎপাদন করতে পারবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।