সকল মেনু

পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিখোঁজ ১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে মোজাম্মেল (৩৭) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর পদ্মা সেতু এলাকায় এঘটনা ঘটে। নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বিকেলে মোজাম্মেল সহ ৪ বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হয়। এ সময় স্পিডবোটটিতে আরও ৪ জন যাত্রী ছিলো। একপর্যায়ে নদীতে  ট্রলারের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top