সকল মেনু

কলমাকান্দায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আইনের শরণাপন্ন হলেন মা। আর সেই অভিযোগেই ছেলে গেলেন কারাগারে।

ঘটনাটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়ন এর আগবগজান গ্রামের। অভিযোগকারী মা মাজেদা আক্তার জানান, তার ছেলে মো. সজীব মিয়া (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে বেঁধে যেত ঝামেলা। কখনো গালাগাল, কখনো শারীরিক নির্যাতন। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে ছেলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান তিনি।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান পুলিশের সহযোগিতায় সজীবকে তার বাড়ি থেকে আটক করেন। এ সময় সজীব মাদক সেবনের কথা স্বীকার করে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, মায়ের অভিযোগ যাচাই করে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও আইনি প্রয়োগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top