সকল মেনু

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-পিএসজি

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এ ম্যাচ দিয়েই পিএসজি ছাড়ার পর প্রথমবারের মতো সাবেক ক্লাবের মুখোমুখি হবেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউ ইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামের মুখোমুখি হবে দু’দল।

একদিকে ফিফা ক্লাব বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনাল, অপরদিকে নিজের পুরোনো ক্লাব। ম্যাচ প্রিভিউয়ে তাই পুরোটা জায়গাজুড়ে কিলিয়ান এমবাপ্পে।

লুইস এনরিকে থেকে শাভি আলোন্সোর প্রেস কনফারেন্স; বড় বড় গণমাধ্যমের হেডলাইন থেকে আলোচনার টেবিল, সবখানেই যেন ফরাসি এই স্ট্রাইকার।

এমবাপ্পে যখন মোনাকো থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়েএলেন, সেই থেকেই রিয়াল মাদ্রিদের দূরবীনে ছিলেন তিনি। ফরাসি তারকারও স্বপ্নের ক্লাব ছিল রিয়াল। কয়েক বছর ধরেই বিভিন্ন দলবদলে এমবাপ্পে চেয়েছিলেন পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে। তবে বারবার কোনো না কোনোভাবে এমবাপের রিয়ালে যাওয়া আটকে দিতো পিএসজি! অবশেষে গত মৌসুমে অল হোয়াইটস শিবিরে যোগ দেন ফরাসি স্ট্রাইকার।

পিএসজিকে নিয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের অনেক চেষ্টা চালিয়েছিলেন এমবাপ্পে, একবার তো তুলেছিলেন ফাইনালেও; অধরা শিরোপাটা ছোঁয়া হয়নি। মজার ব্যাপার, উল্টো এমবাপ্পে পিএসজি ছেড়ে যে মৌসুমে রিয়ালে যোগ দিলেন, সেই মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি। দলটা যেন প্রমাণ করে দিয়েছিল; এমবাপ্পেকে ছাড়াও ওরা পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top