সকল মেনু

‘অজ্ঞাত ফোন’ পেয়ে স্থগিত বিমানের ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইট, চলছে তল্লাশি

নিরাপত্তা ঝুঁকি থাকায় শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭৩ সাময়িক স্থগিত করা হয়েছে। ‘অজ্ঞাত ফোন’ পেয়ে নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ২৬ মিনিটে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইটে বোমা থাকার আশঙ্কা জানানো হয়। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল।

তাৎক্ষণিকভাবে ফাস্ট রেসপনডার হিসাবে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএন-এর ডগ স্কোয়াড ঘটনা স্থলে আসে।
পরবর্তীতে র‍্যাব এর বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সাথে যোগদিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করছে। সমস্ত যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

/এএস/এমএন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top