সকল মেনু

একই ইনিংসে জোড়া হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন ইংলিশ বোলার

ক্রিকেট ইতিহাসে নতুন এক কীর্তি গড়লেন কিশোর কুমার সাধক নামের এক ইংলিশ ক্রিকেটার। প্রথম বোলার হিসাবে এক ম্যাচে, একই ইনিংসে জোড়া হ্যাটট্রিক করেছেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ষষ্ঠ বিভাগের ম্যাচে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত এই ক্রিকেটার। এর আগে, এক ম্যাচে ডাবল হ্যাটট্রিকের একাধিক ঘটনা থাকলেও সেগুলি ছিলো দুই ইনিংস মিলে।

ইংল্যান্ডের ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচ। মুখোমুখি হয় ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ও কেশগ্রেভ। এই ম্যাচে ক্রিকেট ইতিহাসের নতুন এক কির্তি গয়েছে। আর সেটি গড়েছেন ইপসউইচের ৩৭ বছর বয়সি স্পিনার কিশোর কুমার সাধক। এক ম্যাচের এক ইনিংসে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে করেছেন জোড়া হ্যাটট্রিক। তাও আবার পরপর দুই ওভারে। ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন কিশোর। ৬ উইকেটের মধ্যে ৫ ব্যাটারকে বোল্ড করেন তিনি। আর একটি উইকেট নিয়েছে ক্যাচ আউট করে।

কিশোরের এই কির্তিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তার দল। যে দলে তার সতির্থ হিসেবে আছেন একাধিক বাংলাদেশ বংশদ্ধুত ক্রিকেটারও। ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে খুবই উচ্ছসিত কিশোর।

কিশোর বলেন, আমি যখন দেখলান ষষ্ঠ উইকেটে হিসেবে ওই ব্যাটারকে আমি বোল্ড করেছি, তখন মনে হচ্ছিল আমি আকাশে উড়ছি। এটা অসাধারন এক অনুভুতি। ম্যাচ শেষে অগনিত ফোন কল পেয়েছি। সতির্থদের সাথে ডিনার করেছি। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা এক মুহুর্ত।

ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে জোড়া হ্যাটট্রিকের ঘটনা খুবই বিরল। সর্বশেষ মিচেল স্টার্ক ২০১৭ সালে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে করেছিলো জোড়া হ্যাটট্রিক।

১১৩ বছর আগে ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে দুটি হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুজ। ম্যাথুজের কীর্তি আন্তর্জাতিক টেস্টে এক ম্যাচে ডাবল হ্যাটট্রিকের একমাত্র ঘটনা।

উল্লেখ্য, এখন পর্যন্ত মোট আটজন বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন। তবে কিশোর বাদে সবাই হ্যাটট্রিক করেন দুই ইনিংস মিলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top