সকল মেনু

পিএসজিকে বিধ্বস্ত করে বিশ্বচ্যাম্পিয়ন চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপের মেগা ফাইনালে পিএসজিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। সবগুলো গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। এ নিয়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতল ব্লুজ’রা। তবে এটা বিশেষ। কেননা, এবারই প্রথম ৩২ ক্লাব নিয়ে বিশাল পরিসরে যাত্রা শুরু করেছে টুর্নামেন্টটি, যা টিকে থাকবে পরের সংস্করণগুলোতে।

শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। আগামী বছর এই মাঠেই হবে বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ।

পুরো আসরেই উজ্জ্বল ছিল পিএসজি। দলের গোলরক্ষক ফাইনালের আগ পর্যন্তও দিয়ে যাচ্ছিলেন একের পর এক ক্লিনশিট। সবশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও ঘরে তুলেছে তারা। পাশাপাশি জিতেছে ঘরোয়া লিগসহ একাধিক ট্রফি। অপরদিকে, প্রিমিয়ার লিগে শীর্ষ তিনে থেকেও সবশেষ মৌসুম শেষ করতে পারেনি লন্ডনের ক্লাবটি। অর্জন বলতে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা।

চেলসির জয়ের কারিগর কোলে পালমার। অবিশ্বাস্য ছিলেন তিনি। নিজে করেন দুই গোল এবং সতীর্থ জোয়াও পেদ্রোকে দিয়ে করান আরেকটি। তার জাদুকরী পারফরম্যান্সে প্রথমার্ধেই তিন গোল পায় প্রিমিয়ার লিগ ক্লাবটি। ২২ ও ৩০ মিনিটে দুই গোল করেন পালমার। ৪৩ মিনিটে অ্যাসিস্ট করেন দলের তৃতীয় গোলে। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্লুজ’রা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top