সকল মেনু

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে রাজধানীসহ কয়েকটি জেলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দেশের আইনশৃঙ্খলা অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা প্রচারের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিক্ষোভে বিএনপির কেন্দ্রীয় নেতারাও যোগ দেন।

নয়াপল্টনে মিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, বিএনপি বা জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না। যতই ষড়যন্ত্র হোক সত্যই টিকে থাকবে। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি।

নেতারা আরও বলেন, বিএনপি দেশের স্বার্থে ঐক্যের জন্য অনেক কিছু সহ্য করছে। কিন্ত ধৈর্য্যের বাঁধ ভাঙলে জাহান্নাম পর্যন্ত ষড়যন্ত্রকারীদের ধাওয়া করা হবে। এদেশে কখনও ভারত বা পাকিস্তানের দালাদের জায়গা হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, বাংলামটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর, ঝালকাঠি, পটুয়াখালীসহ কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময়েই একটি কুচক্রি মহল পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

অন্যদিকে, ঝালকাঠি শহরের আমতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় প্রেসক্লাবে যায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে সংগ্রাম করেছে। এখন নতুন করে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতেও বিক্ষোভ মিছিল হয়েছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুরে জেলা শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর একইস্থানে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top