সকল মেনু

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

বুধবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

পুলিশ জানায়, আজ গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচি রয়েছে। সেটিকে বানচাল করতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেয়।আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top