১০ বছর বয়স… খেলার বয়স, হাসির বয়স, স্বপ্ন দেখার বয়স। আয়মানও দেখত— বড় হয়ে ডাক্তার হবে, মা-বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু সেই আয়মানের জন্য ছিল না আর কোনো আগামীকাল। গত সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুলের ক্লাসরুমে বসে যখন পাঠ নিচ্ছিল সে, তখনই আকাশ ছুঁয়ে আসা আগুন নেমে এলো শিক্ষাঙ্গনে। এক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল বইয়ের পাতায় চোখ রাখা সেই ছোট্ট প্রাণ।
তিনদিন বাঁচার প্রাণপণ চেষ্টার পরে আজ শুক্রবার (২৫ জুলাই) নিভে গেল এই প্রদীপটি। এদিন সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।