বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে ইউটিউবও। এর আগে ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মটিকে ছাড় দেয়ার কথা থাকলেও দেশটির সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।
আগামী ডিসেম্বরে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞায় টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং স্ন্যাপচ্যাট ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হবে বলে জানা যায়।
ইউটিউব ভিডিও দেখা গেলেও ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ থাকবে, যা কনটেন্ট আপলোড বা প্ল্যাটফর্মে কোনো ধরনের ইন্টারঅ্যাকশনের জন্য আবশ্যক।
গুগলের মালিকানাধীন ইউটিউব শুরুতে যুক্তি দিয়েছিল, এটি কোনো সোশ্যাল মিডিয়া নয় বরং অস্ট্রেলিয়ার শিশু-কিশোরদের জন্য উপকারী একটি প্ল্যাটফর্ম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।