ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের রাতভর অভিযানে ২৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তারা শহরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল । রোববার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় তাদেরকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে শনিবার (২ আগস্ট) বিকাল থেকে রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সবুজ (২৩) হেলাল (২৫), নাঈম (২৩), রায়হান (২০), আরাফাত (৩৩), ওসমান (১৮), সোহেল মিয়া (২৮), মো. ফুল মিয়া (৩৬), হৃদয় (২৫), রনি মিয়া (৩২), বিল্লাল মিয়া (২০),সানি (৩৩), বিজয় (২৮), সুমন (২০), মাহিন (২১), নামিন (২০), মনির হোসেন (২৮), ফরহাদ (২৫), আকাশ (৩২), গোলাম মোস্তফা (৪২), জনি (২৬), দুলাল (৪৫), ইব্রাহীম (৪০)।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, শহরে চুরি, ছিনতাই, মাদক বৃদ্ধি পাওয়ায় শনিবার রাতভর পুলিশ অভিযান চালিয়ে ২৩ জন অপরাধীকে গ্রেপ্তার করে। তাদের মধ্য কারো কারো নামে থানায় ছিনতাই মামলা আছে, একজন ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। কয়েকজনের নামে নতুন মামলাও হয়েছে। ভৈরব শহরের আইন শৃঙ্খলা ঠিক রাখতেই এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।