চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে বরাদ্দ দেয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার (১১ আগস্ট) প্রথম দফায় দেশের ২৪২টি আমাদানিকারক প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
এরমধ্যে ৪ লাখ ৬১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল আর বাকি ৩৯ হাজার মেট্রিকটন আতপ চাল রয়েছে। একেকজন আমদানিকারক ৫শ’ মেট্রিকটন থেকে ২০ হাজার মেট্রিকটন পর্যন্ত চাল আমদানি করতে পারবেন।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চাল দেশে বাজারজাত করার শর্ত দেয়া হয়েছে। পাশাপাশি আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করনের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে বলা হয়েছে। আমদানিকৃত বস্তাতেই চাল বিক্রির শর্ত দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।