সকল মেনু

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন

রোমাঞ্চে মোড়া এক রাত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলোয় ভাসছিল এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। গ্যালারিতে উত্তেজনার ঢেউ, মাঠে ঝড় ওঠা আবেগ; সব মিলিয়ে যেন ক্রিকেট হয়ে উঠেছিল কাব্যেরই এক রূপ।

রবিবার দিবাগত রাতে ‘এশিয়া কাপ-২০২৫’ এর ফাইনাল মহারণে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত ছিনিয়ে নিলো অপরাজিত চ্যাম্পিয়নের মুকুট। মহাদেশীয় ক্রিকেটে এটা তাদের নবম শিরোপা, টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয়। ২০১৬’র পর আবারও টি-টোয়েন্টিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি উঠল ভারতীয়দের হাতে।

তবে কেবল ভারতের জয়গাথা নয়, ফাইনালটিকে মনে রাখার মতো করে তুলেছে পাকিস্তানের অপ্রাপ্তিও। ব্যাটিংয়ে তাদের শুরুটা ছিল স্বপ্নময়- ৯.৪ ওভারে বিনা উইকেটে ৮৪ রান, ১২.৪ ওভারে স্কোরবোর্ডে ১১৩/১। তখন প্রজেক্টেড স্কোর দেখাচ্ছিল ১৮০ থেকে ২০০। গ্যালারিতে পাকিস্তানি সমর্থকেরা বুনছিলেন শিরোপা উৎসবের স্বপ্ন। কিন্তু ক্রিকেট যে চিরদিনই অনিশ্চয়তার খেলা! এক সময় ঝড় থেমে গিয়ে সবুজ জার্সির দলটিকে গ্রাস করে দুর্ভাগ্য। ব্যাটিং লাইনআপ ধসে পড়ে পাতা ঝরার মতো। অবিশ্বাস্যভাবে মাত্র ৩৩ রানের ব্যবধানে তারা হারায় ৯ উইকেট! ১১৩/১ থেকে ১৪৬ যেতে অলআউট তারা। রাতের আকাশে হতাশার নক্ষত্র হয়ে রইল পাকিস্তানের ইনিংস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top