নেত্রকোণা জেলা প্রতিনিধি : দীর্ঘদিন ধরে গ্যাং গ্রিন (পচন রোগ) রোগে ভুগছিলেন দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের দিন মজুর রশিদ মিয়া। অসুস্থতার কারণে তিনি ছিলেন সম্পূর্ণ শয্যাশায়ী। চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় পরিবারটি ছিল দিশেহারা। এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সফলতার সঙ্গে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার রশিদ মিয়াকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসক বাতেনের তত্ত্বাবধানে ৭ নম্বর ওয়ার্ডে চলতে থাকে তার চিকিৎসা। অবশেষে আজ তার অপারেশন সম্পন্ন হয়েছে।
চিকিৎসকরা জানান, রোগের বিস্তার ঠেকাতে রশিদ মিয়ার পায়ের একটি অংশ কেটে ফেলতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন আছেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আলহামদুলিল্লাহ, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করেছি তাকে সঠিক চিকিৎসা দিতে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা তার পায়ের একটা অংশ কেটে ফেলতে বাধ্য হয়েছেন যেন পচনরোগের বিস্তৃত আর না হয়। আসুন আমরা সবাই রশিদ মিয়ার জন্য দোয়া করি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।