সকল মেনু

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) দিবাগত ভোররাতে উপজেলার ধরখার-মোগড়া সড়কের গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। এ সময়, তাদের কাছ থেকে ৩টি ছুরি, ১টি স্টিলের পাইপ, ১টি লাঠি ও ১টি লোহার যন্ত্র জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া পৌরশহরের বড় বাজারের আকবর হোসেন জারু (৩০), একই এলাকার রাধানগর বনিকপাড়ার সোহান মিয়া (২৭) ও মোগড়া বাজার এলাকার মাহিন ভূইয়া (২৪)।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। তবে এ সময় আরও কিছু সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top