সকল মেনু

আবারও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমালা হ্যারিস

আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত দিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানালেন, এখনও ফুরিয়ে যাননি তিনি।

ট্রাম্পের কাছে পরাজিত এই রাজনীতিবিদ বলেন, এখনও রাজনীতিতে নিজের ভবিষ্যৎ দেখতে পান তিনি। একদিন প্রেসিডেন্ট হবেন এমন আশাবাদও জানান। সম্প্রতি প্রকাশিত হয়েছে কমালা হ্যারিসের নতুন বই ‘ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন ডেজ’। আত্মজীবনীমূলক লেখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘স্বৈরাচারী’ আখ্যা দেন তিনি।

নির্বাচনী প্রচারণার সময় দেয়া সতর্কবার্তাগুলো সঠিক প্রমাণিত হয়েছে বলে দাবি করেন কমালা। এক বিবৃতিতে কমালার মন্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস।

ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়ে গত বছরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন কমলা হ্যারিস। এরপর এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার বিষয়ে শক্ত ইঙ্গিত দিলেন তিনি।

ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে অনেকটা শেষ মুহূর্তে গিয়ে দলের চাপে পড়ে তাকে সরে যেতে হয়। এরপর প্রতিদ্বন্দ্বি বানানো হয় কমলাকে। ডেমোক্র্যাটিক পার্টির অনেকে মনে করেন, বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করায় তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top