সকল মেনু

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির একদল শ্রমিক ও কর্মচারী।

রোববার (২৬ অক্টোবর) সকালে বাংলামোটরে তার অফিসে তালা মেরে বিক্ষোভ শুরু করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা মানসুরা আহমেদকে আবারও প্রতিষ্ঠানটির চিফ পার্সেনাল ম্যানেজার (সিপিএম) হিসেবে বসানোর চেষ্টা করছেন তিনি। মানসুরা সিপিএম থাকাকালীন বিএনপি সমর্থিত শ্রমিক-কর্মচারীদের পদোন্নতি আটকে রাখতেন বলেও অভিযোগ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top