সকল মেনু

দীপাবলিতে আতশবাজির আগুনে পুড়লো যুক্তরাষ্ট্র ও কানাডার ৫টি বাড়ি

দীপাবলি উদযাপনের সময় আতশবাজির বিষ্ফোরণে ভয়াবহ আগুনে পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার অন্তত ৫টি বাড়ি। প্রতিবেশীদের পোড়ানো আতশবাজি উড়ে গিয়ে মুহূর্তেই আগুন ধরে যায় পরপর থাকা বাড়িগুলোতে। অনাকাঙ্ক্ষিত এ বিপদে ক্ষুদ্ধ ওইসব এলাকার বাসিন্দারা। জড়িতদের কাছ থেকে মোটা অংকের ক্ষতিপূরণ দাবি করছে ভুক্তোভোগিরা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করেছে কানাডার পুলিশ।

গেল সোমবার, বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব, দিপাবলী। দ্বীপ জ্বেলে, আতশবাজি ফাটিয়ে মহাসমরোহে আলোর উৎসবে আনন্দে মেতে উঠে মানুষ। সেই আনন্দই যেনো কাল হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার বাসিন্দাদের।

প্রতিবেশী বাড়ি থেকে আতশবাজির আগুন এসে লাগে নিউইয়র্কের কুইন্সে তিন তিনটি বাড়িতে। একই ঘটনায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয় কানাডার দু’টি বাড়ি। সার্ভেইলেন্স ক্যামেরার ফুটেজে দেখা যায়, আচমকা এক বাড়ির সামনের অংশে উড়ন্ত স্ফুলিঙ্গ এসে আছড়ে পড়ে। মুহূর্তেই ভয়াবহভাবে ছড়িয়ে যায় আগুন। সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। মারাত্মক আহত হয় অন্তত ২ জন। পুড়ে যায় বাড়িগুলোর প্রায় অধিকাংশ, ভেতরে থাকা জরুরি জিনিস ও নথি। হঠাৎ ঘরছাড়া অবস্থায় হতবিহবল হয়ে পড়ে ভুক্তভোগীরা।

পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় তাদের। দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ অন্তত ১ লাখ ৭৫ হাজার ডলার বলে হিসাব দেয় কানাডার ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্ট। ঘটনার সাথে জড়িত কানাডার ৩ বাসিন্দাকে আটক করে পুলিশ।

অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষিপ্ত হয়েছে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর মানুষ। এমনকি ক্ষতিপূরণও দাবি করছেন আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলোর বাসিন্দারা।

জানা গেছে, ভয়াবহ এ দুর্ঘটনা ঘটার আগেই অতিরিক্ত শব্দ ও সড়কে আতশবাজির আবর্জনায় অতিষ্ট হয়ে বেশ কয়েকদফা ফোন করে পুলিশে অভিযোগ জানিয়েছিল কেউ কেউ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top