সকল মেনু

প্রতারণার মামলায় গ্রামীণফোনের সিইওসহ ৩ জনের জামিন

প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা এক মামলায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top